মূল পাতা করোনাভাইরাস ঠাকুরগাঁওয়ে ৪ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
            
            রহমতটোয়েন্টিফোর ডেস্ক 02 July, 2021 04:05 PM
ঠাকুরগাঁওয়ে মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাবা-ছেলে মৃত্যু হয়েছে। ওই বাবার নাম ইয়াকুব আলী (৭০) ও তার ছেলের নাম আজগর আলী (৫৫)।
বৃহস্পতিবার (০১ জুলাই) রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফিরে মারা যান ইয়াকুব আলী। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজগর আলী।
তাদের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হরিপুর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল।
আজগর আলী ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁওয়ের গ্রামের বাসিন্দা। তিনি হরিপুর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
/জেআর/