মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানের বৈশ্বিক স্বীকৃতি প্রয়োজন : তালেবান
            
            রহমতটোয়েন্টিফোর ডেস্ক 13 December, 2021 01:34 AM
আফগানিস্তানের বৈশ্বিক স্বীকৃতি প্রয়োজন বলে জানিয়েছে তালেবান। আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের বৈশ্বিক স্বীকৃতি প্রয়োজন। আর তাই বিশ্বের দেশগুলোকে বিশেষ করে চীনকে এ ব্যাপারে আমাদের সহায়তা করতে হবে।
সোমবার (১৩ ডিসেম্বর) আফগান বার্তাসংস্থা খ্যামা প্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার কাবুলে এক সংবাদ সম্মেলনে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, চীন এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি। এ কারণে দেশটির সঙ্গে সুসম্পর্ক রাখতে পারলে তালেবানের জন্য সেটি হবে অনেক বড় অর্জন।
প্রসঙ্গত, পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে সশস্ত্র গোষ্ঠী তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর ভূখণ্ডটি কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশ্বের কোনো দেশই কাবুলের সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি।
/জেআর/