| |
               

মূল পাতা আন্তর্জাতিক এশিয়া পাকিস্তানে এক্স (সাবেক টুইটার) বন্ধ, পিটিআই’র নিন্দা


ফাইল ছবি

পাকিস্তানে এক্স (সাবেক টুইটার) বন্ধ, পিটিআই’র নিন্দা


রহমত নিউজ     10 February, 2024     10:27 PM    


পাকিস্তানের ‘বন্ধ’করা হয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার)। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এ ঘটনাকে ‘লজ্জাজনক’বলে আখ্যা দিয়েছে।

নির্বাচনের দিন (৮ ফেব্রুয়ারী) পাকিস্তানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। 

দেশটির গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। আজ শনিবার বৈশ্বিক ইন্টারনেট সেবা পর্যবেক্ষক নেটব্লকস জানিয়েছে, পাকিস্তানে মাইক্রো ব্লগিং সাইট এক্স ব্যবহারকারীরা সমস্যার কথা জানাচ্ছেন। 

৪৮ ঘণ্টা আগে শেষ হওয়া ভোটের সম্পূর্ণ ফলাফল ঘোষণার আগে এ সমস্যা সৃষ্টি হয়েছে দেশটিতে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তান কর্তৃপক্ষের এমন পদক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা করেছে। 

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এক্স ব্যবহার বিঘ্নিত হওয়ার তীব্র নিন্দা জানিয়েছে। এক পোস্টে পিটিআই বলেছে, এটি খুবই লজ্জাজনক। নির্বাচনের দিন মোবাইল সেবা বন্ধ করা হলো। এবার এক্স ব্লক করে দেওয়া হয়েছে; কারণ, নির্বাচনে কারচুপির কথা প্রকাশ করে দিচ্ছিল পিটিআই।