| |
               

মূল পাতা রাজনীতি ঢাবির বটতলায় ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত


ঢাবির বটতলায় ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত


রহমত নিউজ     17 March, 2025     02:39 PM    


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুহাম্মাদ ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুব নাহিয়ান, বিশ্ববিদ্যালয় উইংয়ের যুগ্ম আহবায়ক আল আমীন মুহাম্মাদ বাবুল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক সাইফ মুহাম্মাদ আলাউদ্দিন প্রমুখ।