| |
               

মূল পাতা রাজনীতি বদরের চেতনায় ফিলিস্তিন ও ভারতীয় মুসলিমদের রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : খেলাফত আন্দোলন


বদরের চেতনায় ফিলিস্তিন ও ভারতীয় মুসলিমদের রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : খেলাফত আন্দোলন


রহমত নিউজ     19 March, 2025     01:54 PM    


ভারতে মুসলিম নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে  বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, ফিলিস্তিন ও ভারতীয় মুসলমানদের জানমাল রক্ষায় বিশ্ব মুসলিমকে বদরের চেতনা ঐক্যবদ্ধ হতে হবে। ভারত একটি অসভ্য ও বর্বর রাষ্ট্র। পবিত্র রমযান মাসেও সেখানে মুসলিমদের ওপর নির্যাতন চলছে। হোলিতে অংশ নিতে মুসলিমদের বাধ্য করা এবং অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক এ নির্যাতন।

মঙ্গলবার (১৮ মার্চ) বাদ আছর লালবাগ খেলাফত মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন মহানগরীর লালবাগ থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ১৭ রমজান ঐতিহাসিক বদর যুদ্ধের মাধ্যমে মক্কার ইসলামের দুশমন পৌত্তলিকদের বিরুদ্ধে ইসলামের প্রথম বিজয় সূচিত হয়েছে। বদর দিবস মুসলিম উন্মাহকে শিক্ষা দেয় যে, এই অন্ধকারচ্ছন্ন ঘুনে ধরা সমাজকে উন্নত মাকামে নিতে হলে প্রয়োজন আল্লাহর নুসরতের। আর আল্লাহর নুসরত পাওয়ার মাপকাঠি হচ্ছে আধ্যাত্মিক শক্তি। যা আমাদের অর্জন করতে হবে। বদর যুদ্ধ মুসলমানকে সর্বাস্থায় আল্লাহর সাহায্য কামনা করতে শেখায়। বদরের যুদ্ধ স্মরণ করিয়ে দেয় যে, আল্লাহর ওপর দৃঢ় ঈমান ও নির্ভরতাই মুসলমানদের বিজয়ের মূল হাতিয়ার। বদরের যুদ্ধে মুসলিম মুজাহিদদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও মহান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের মদদ যুগিয়েছে। ঈমানী শক্তি নিয়ে এখলাসের সাথে কাজ করলে আল্লাহর গায়েবী মদদ  অবধারিত। বর্তমান মুসলমানরা বদরের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ থাকলে বিশ্ব মুসলিমের উপর নির্যাতন চালাতে কেউ সাহস পাবেনা। 

মাওলানা হামিদী আরো বলেন, ভারতে প্রতিনিয়ত সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভোগে, গরু খাওয়ার অজুহাতে মানুষ হত্যা করা হয়, হোলিতে অংশ নিতে অস্বীকৃতি জানানোর কারণে পিটিয়ে মারা হয়, প্রকাশ্যে নামায পড়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, মসজিদ গুড়িয়ে দেয়া হয়, সংখ্যালঘু মুসলিমদের বাড়িঘরে সাম্প্রদায়িক বুলডোজার হানা দেয়, এসব অপরাধ দেখেও রাষ্ট্র নীরব থাকে, বরং ক্ষেত্রবিশেষ উৎসাহিত করে, সে দেশটিকে কোনোক্রমে সভ্য রাষ্ট্র বলা চলে না।

লালবাগ থানা আমীর মাওলানা সাইফুল ইসলাম জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলন ঢাকা মহানগর নায়েবে আমির মুফতী আখতারুজ্জামান আশরাফী, সেক্রেটারি মুফাচ্ছির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী, প্রচার সম্পাদক মুফতি জসিম উদ্দিন ও লালবাগ থানার সদস্য সচিব মাওলানা রুহুল আমিন প্রমুখ।