| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল খেলাফত ছাত্র আন্দোলন ঢাবি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত


খেলাফত ছাত্র আন্দোলন ঢাবি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত


রহমত নিউজ     20 March, 2025     02:56 PM    


বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব ও পরবর্তী আলোচনা হয় ইসলামের মানদণ্ডে সুপিরিয়র ও ইনফেরিয়র মানসিকতার আলোকে আত্মমূল্যায়ন নিয়ে।

এসময় বক্তারা বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সত্যিকারের উন্নতি তখনই সম্ভব, যখন সমাজের সর্বস্তরে  ন্যায়বিচার, বিনয় ও আল্লাহভীতি প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনকভাবে, আমাদের জাতি বিগত ১৫ বছর ধরে দুটি জিনিসের কাছে কার্যত বিক্রি হয়ে গিয়েছিল—এক. মুক্তিযুদ্ধের চেতনা, দুই. উন্নয়ন।

বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে কেবল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ঢাল বানানো হয়েছিল। মতপ্রকাশের স্বাধীনতা দমন, বিরোধীদের দমন-পীড়ন, এবং দুর্নীতির আড়ালে রাখার জন্য এই স্লোগান ব্যবহৃত হয়েছিল। অন্যদিকে, উন্নয়ন ছিল আরেকটি বড় প্রতারণার মোড়ক। কিছু অবকাঠামো গড়ে তুলে ‘উন্নয়ন উন্নয়ন’ বলে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, কিন্তু সেই উন্নয়ন কি সত্যিই সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করেছে? নাকি কেবল কিছু বিশেষ গোষ্ঠীর পকেট ভারী হয়েছে? যখন গণতন্ত্র অবরুদ্ধ, বাকস্বাধীনতা হুমকির মুখে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস, তখন কি সেটাই প্রকৃত উন্নয়ন?

বক্তারা বলেন, ইসলামের শিক্ষা অনুযায়ী, সত্যিকারের উন্নতি তখনই সম্ভব, যখন নেতৃত্ব হবে ন্যায়নিষ্ঠ, সমাজ হবে সুবিচারভিত্তিক, এবং ব্যক্তি হবে আত্মশুদ্ধিতে উজ্জীবিত। খেলাফত ছাত্র আন্দোলনের এই আয়োজন কেবল ইফতার মাহফিলের মধ্যে সীমাবদ্ধ ছিল না; এটি ছিল একটি আত্মজিজ্ঞাসার সুযোগ, যেখানে ব্যক্তি ও সমাজের প্রকৃত অবস্থা নিয়ে  পর্যালোচনা করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সত্য উপলব্ধি করার এবং ইসলামের প্রকৃত চেতনায় ফিরে আসার তাওফিক দিন।

ইফতার মাহফিলে ঢাবির সাবেক ও বর্তমান ছাত্ররা উপস্থিত ছিলেন।