| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হলো পাঁচ ইসলামি দল


নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হলো পাঁচ ইসলামি দল


শেখ আশরাফুল ইসলাম     23 April, 2025     05:55 PM    


অবশেষে ঐক্যবদ্ধ হলো ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস।

নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে ইতোমধ্যে একমত হয়েছে দলগুলোর নেতৃবৃন্দ। 

বুধবার (২৩ এপ্রিল) সমমনা দলের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সংলাপে এ বিষয়ে নেতারা একমত হন। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংলাপে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের আমীর  চরমোনাই পীর মুফতী রেজাউল করীম।

বেলা সোয়া একটায় সংলাপ বৈঠক শেষে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী রেজাউল করীম বলেন, আমরা সমমনা পাঁচটি ইসলামী রাজনৈতিক দল একত্র হয়ে কতগুলো মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। সামনে জাতীয় নির্বাচন, আমরা যেন ইসলামি দলগুলো একটি বাক্সে ভোট পাঠাতে পারি, বিষয়টি নিয়ে কাজ অনেক দূর এগিয়েছে। অনেকের আন্তরিকতা প্রকাশ পেয়েছে। আলোচনায় আমরা সন্তুষ্ট।

নারী সংস্কারবিষয়ক কমিশন বাতিলের দাবি জানিয়ে চরমোনাই পীর বলেন, এটি সম্পূর্ণ বাতিল করতে হবে। আমরা এ বিষয়ে একমত হয়েছি। তা না করলে প্রতিবাদে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’ তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট, খুনি ও টাকা পাচারকারীদের বিচার ও টাকা ফেরত আনার বিষয়ে আমরা একমত হয়েছি। দ্রুততম সময়ের মধ্যে এটি সম্পন্ন করতে হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি শেষ সংলাপ নয় জানিয়ে ইসলামী আন্দোলনের আমীর বলেন, এই আনুষ্ঠানিকতা আজই শেষ নয়। লক্ষ্যে পৌঁছানোর জন্য ধারাবাহিকভাবে এই কার্যক্রম (সংলাপ) চলবে।

সংলাপে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে উপস্থিত ছিলেন দলের আমীর মাওলানা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সহসভাপতি মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ।

খেলাফত মজলিস থেকে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাখাওয়াত হুসাইন। নেজামে ইসলাম পার্টি থেকে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, সহসভাপতি মাওলানা আবদুল মাজেদ আতহারি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দলটির মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।