মূল পাতা আন্তর্জাতিক কাশ্মীরে ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে স্থগিত হলো ওয়াকফ আইনের বিক্ষোভ
শেখ আশরাফুল ইসলাম 24 April, 2025 12:05 PM
কাশ্মীরে অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামে ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে ভারতজুড়ে বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিকে সাময়িক স্থগিত ঘোষণা করেছে “অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড”।
মঙ্গলবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে কর্মসূচি সাময়িক স্থগিত করে বোর্ডটি।
কর্মসূচি স্থগিতের বিষয়ে বিবৃতিতে বলা হয়, শোকাহত পরিবারের সাথে সংহতি প্রকাশ এবং হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। সেই সাথে সমস্ত রাজ্য ও জেলা পর্যায়ের আহ্বায়কদের কাছে একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে বলা হয়, যেন আগামী তিন দিন সকলেই ওয়াকফ ইস্যূতে সমস্ত প্রতিবাদ কার্যক্রম বন্ধ রাখে।
সূত্র : মুসলিম মিরর