| |
               

মূল পাতা জাতীয় শাপলা গণহত্যার এক যুগ; অবশেষে ৯৩ শহীদের তথ্য প্রকাশ করলো হেফাজত


শাপলা গণহত্যার এক যুগ; অবশেষে ৯৩ শহীদের তথ্য প্রকাশ করলো হেফাজত


রহমত নিউজ     05 May, 2025     10:30 AM    


আজ ৫ মে। শাপলা গণহত্যার এক যুগ। ২০১৩ সালের ৫ মে দিবাগত রাতে লক্ষ লক্ষ তৌহিদী জনতার উপর নির্বিচারে হামলা চালায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচারি শেখ হাসিনা। রাতভর হামলা চালিয়ে শহীদ করা হয় বহু ধর্মপ্রাণ মুসলমানকে।

অবশেষে দীর্ঘ এক যুগ পর হত্যাকাণ্ডের শিকার হওয়া শহীদদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (৪ মে) দিবাগত রাতে এ তথ্য প্রকাশ করেছে সংগঠনটি।

হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা মুফতী কেফায়েতুল্লাহ আজহারী গণমাধ্যমকে বলেছেন, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা এবং যাচাই-বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে। এই তালিকা প্রাথমিক। তথ্য যাচাই ও অনুসন্ধান চলছে। চূড়ান্ত করতে আরও সময় লাগবে।

উল্লেখ্য; ইসলাম ধর্ম অবমাননার দায়ে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ১৩ দফা দাবি নিয়ে হেফাজত ইসলামের ব্যানারে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান করে দেশের আপামর তৌহিদী জনতা। সেদিন অসংখ্য মানুষ শহীদ হন, যার মধ্যে ৯৩ জনের নাম প্রকাশ করেছে হেফাজত।

প্রকাশিত তালিকায় নিহতদের নাম, ঠিকানা ও পরিবারের সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন যুবক।