রহমত নিউজ 07 May, 2025 01:43 PM
আগামী ১০ মে (শনিবার) কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত, জামিয়া নূরিয়া ইসলামিয়ার মহাপরিচালক ও হযরত হাফেজ্জী হুজুর (রহ.) এর ছোট পুত্র আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী (রহ.)-এর জীবন আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ মে) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন আতাউল্লাহ হাফেজ্জী (রহ.)-এর সন্তান মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী।
তিনি জানান, আগামী ১০ মে (শনিবার) রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে শীর্ষ আলেম, সিনিয়র সাংবাদিক এবং শীর্ষ ইসলামি নেতারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
এসময় তিনি সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণেরও আহ্বান জানান।
উল্লেখ্য; গত ৪ এপ্রিল (শুক্রবার) রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামিয়ায় ইন্তেকাল করেন আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।