| |
               

মূল পাতা আন্তর্জাতিক যুদ্ধটা শুরু করেছে ভারত, শেষ হবে পাকিস্তানের হাতে : সিরাজুল হক


যুদ্ধটা শুরু করেছে ভারত, শেষ হবে পাকিস্তানের হাতে : সিরাজুল হক


শেখ আশরাফুল ইসলাম     07 May, 2025     12:04 PM    


জামায়াতে ইসলামী পাকিস্তানের প্রাক্তন আমীর সিরাজুল হক বলেছেন, যুদ্ধটা শুরু করেছে ভারত। আর এই যুদ্ধ শেষ হবে পাকিস্তানের হাতে।

বুধবার (৭ মে) পাকিস্তান জামায়াতের প্রাক্তন আমীর সিরাজুল হক এই মন্তব্য করেনে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম মাশরিক।

সিরাজুল হক বলেন, মসজিদ এবং বেসামরিক কাঠামোতে হামলা চালিয়েছে ভারত। আমাদের অনেক নাগরিককে হত্যাও করেছে। এখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ। আমরা সবাই এখন প্রতিরক্ষার জন্য প্রস্তুত।

এসময় তিনি সময়োপযোগী জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, ভারত পাকিস্তানে আক্রমণ করে ধ্বংসযজ্ঞ শুরু করেছে। তবে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সমগ্র জাতি আছে একই পৃষ্ঠায়। ভারত যুদ্ধটা শুরু করেছে ঠিক, কিন্তু এর শেষ হবে পাকিস্তানের হাতে। 

তিনি বলেন, জাতির কাছে আল্লাহর দিকে ফিরে আসার আবেদন জানাই। পাকিস্তানি জাতির উচিত আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সকল মতপার্থক্য ত্যাগ করে দেশ ও ভূমি রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়া।

সূত্র : মাশরিক