রহমত নিউজ 31 May, 2025 02:46 PM
“বাংলাদেশে ইসলামিক স্কুলিং: মানোন্নয়ন ও কর্মপরিকল্পনা” শীর্ষক আর্ন্তজাতিক সেমিনার করেছে মুসলিম এডুকেশন সোসাইটি বাংলাদেশ।
শনিবার (৩১ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুসলিম এডুকেশন সোসাইটির নির্বাহী কো-চেয়ারম্যান মুহাম্মদ সাইফুর রহমান।
সেমিনারে ইসলামিক স্কুল ব্যবস্থাপনার মানোন্নয়ন ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন দেশি ও বিদেশী বক্তারা।
বক্তব্য রাখেন, ভারতের মিল্লাত ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ সিদ্দীক, মাওলানা আইয়ুব আনসারী নদভী, ডা. ফুযাইল ইয়ায, কো-অর্ডিনেটর ড. মোশাররফ হোসাইন ও সদস্য মাওলানা সাইফুদ্দিন নদভী।
আরও বক্তব্য রাখেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. আব্দুল আউয়াল, দারুর রাশাদের শিক্ষাসচিব মাওলানা লিয়াকত আলী, গাজীপুর ডুয়েটের অধ্যাপক ড. বশীর আহমেদ, এশিয়ান ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুফতী মুহাম্মদ গোলাম রব্বানী ও লেখক মুফতী জহির ইবনে মুসলিম প্রমুখ।