মূল পাতা আন্তর্জাতিক ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান পাত্তা না দিয়ে ইসরাইলে হামলা করলো ইরান; ৩ ইহুদি নিহত
আন্তর্জাতিক ডেস্ক 24 June, 2025 10:40 AM
গতকাল রাতভর কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। আর তারপরই যুদ্ধবিরতির আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই আহ্বানকে পাত্তা না দিয়ে ইহুদিবাদী ইসরাইলে ইরানের চালানো হামলায় অন্তত তিনজন ইহুদি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা বিভাগ। তারা জানিয়েছে, দক্ষিণ ইসরাইলের বিয়ার শেভা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন।
এর আগে, দেশটির জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী একজন নারী এবং ২০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন।
হামলায় আরো ছয়জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন এমডিএ’র এক মুখপাত্র।
এদিকে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, তারা ইরান থেকে ইসরাইলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে এবং বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে।
সূত্র : সিএনএন