| |
               

মূল পাতা বিশেষ প্রতিবেদন কেন ইসরাইলের পারমাণবিক অস্ত্রের তথ্য ফাঁস করেছিলেন এই ব্যক্তি? কী শাস্তি হয়েছিল তার?


কেন ইসরাইলের পারমাণবিক অস্ত্রের তথ্য ফাঁস করেছিলেন এই ব্যক্তি? কী শাস্তি হয়েছিল তার?


শেখ আশরাফুল ইসলাম     25 June, 2025     12:17 PM    


বিভিন্ন সংবাদের ভিত্তিতে প্রমাণিত হয়েছে, ইরানের পরমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতেই হামলা চালিয়েছিল দখলদার ইহুদিবাদী ইসরাইল। যদিও ইরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচী শান্তিপূর্ণ। তবে ইসরাইলও পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র। সরাসরি বিষয়টি স্বীকার না করলেও “ইচ্ছাকৃত নিরবতা” নীতি পালন করে আসছে তারা।

কীভাবে ফাঁস হলো ইসরাইলের পারমাণবিক অস্ত্রের তথ্য?

মোর্দেখাই ভ্যানুনু নামে দখলদার ইসরাইলের একজন প্রকৌশলি ১৯৮৬ সালে দ্য সান ডে পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে ফাঁস করে দেন ইহুদিবাদী ইসরাইলের পারমাণবিক অস্ত্রের তথ্য। এই ঘটনার পর দখলদার ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে অপহরণ করে (ইতালির রোম থেকে) এবং দেশে নিয়ে আসে এবং রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেফপ্তার করে। 

সাক্ষাতকারে তিনি প্রমাণস্বরূপ বেশকিছু ছবি দেখিয়েছিলেন, যেখানে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি প্রমাণিত হয়।

কী শাস্তি হয়েছিল ভ্যানুনুর?

অস্ত্রের তথ্য ফাঁস করার দায়ে ভ্যানুনুকে ১৮ বছরের জেল দেয় ইসরাইল। যার মধ্যে ১১ বছর এককভাবে আবদ্ধ রাখা হয় একটি সেলে। ২০০৪ সালে মুক্তি পেলেও এখনো তার চলাফেরা ও কথাবার্তা বলার অধিকার সীমিত করে দিয়েছে দেশটি। বিদেশ ভ্রমণ ও মিডিয়াতে কথা বলা নিষিদ্ধ ভ্যানুনুর জন্য।

ভ্যানুনুর পরিচয় ও কর্মজীবনের শুরু!

১৯৫৪ সালে মরক্কোর মারাকেশ শহরে জন্মগ্রহণ করেন মোর্দেখাই ভ্যানুনু। পরবর্তীতে পরিবারসহ চলে আসেন ইসরাইলে। ইহুদি পরিবারে জন্মগ্রহণ করলেও পরে তিনি খ্রিষ্টধর্মে রূপান্তরিত হন। 

১৯৭৬ সালে ইসরারাইলে দক্ষিণের ডাইমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রে একজন নিউক্লিয়ার টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করেন ভ্যানুনু। সেখানে তিনি দখলদার ইসরাইলের গোপন পারমাণবিক অস্ত্র প্রকল্পে কাজ করতেন। যদিও দেশটি প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র থাকা অস্বীকার করে আসছিল।

তিনি ৯ বছর ধরে সেখানে কাজ করেন এবং ধীরে ধীরে সেখানে তৈরি হওয়া পারমাণবিক অস্ত্রের সংখ্যা, প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন।

কেন পারমাণবিক অস্ত্রের তথ্য ফাঁস করে ভ্যানুনু?

ভ্যানুনু লক্ষ করেন যে, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কোনো আন্তর্জাতিক স্বচ্ছতা ছাড়াই পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এটি তার বিবেককে নাড়া দেয়। পরে চাকরি ছাড়ার পর তিনি দ্য সানডে টাইমস এর সাংবাদিকের সঙ্গে যোগাযেগ করে একটি সাক্ষাতকার দেন। সেখানে তিনি সব তথ্য তুলে ধরেন।