| |
               

মূল পাতা আন্তর্জাতিক বিএনপি ক্ষমতায় এলে দেড় বছরে ১ কোটি লোককে চাকরি দেওয়া হবে : আমীর খসরু


বিএনপি ক্ষমতায় এলে দেড় বছরে ১ কোটি লোককে চাকরি দেওয়া হবে : আমীর খসরু


আন্তর্জাতিক ডেস্ক     28 June, 2025     01:24 PM    


বিএনপি ক্ষমতায় এলে এই অবস্থার আমূল পরিবর্তন আনার পাশাপাশি ১৮ মাসে ১ কোটি লোককে চাকরি দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৮ জুন) দুপুরে সিলেট নগরীর মেন্দিবাগে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে 'সিলেট বিজনেস ডায়লগ' নামে ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গেল ১৭ বছরে দেশের অর্থনৈতিক অবস্থা ও তাদের সৃজনশীলতা কে ধ্বংস করে দেয়া হয়েছে। দেশের শিক্ষার কারিকুলাম বদলাতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে এসব ক্ষেত্রে নজর দেয়ার পাশাপাশি জিডিপির ৫ শতাংশ সকল ক্ষেত্রে ব্যয় করবে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসায়িদের নীতি নৈতিকতার চর্চাও নিশ্চিত করতে হবে।

সভায় সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিএনপির দায়িত্বশীল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।