| |
               

মূল পাতা রাজনীতি কেউ মোনাফেকি না করলে আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের : মুফতী ফয়জুল করীম


কেউ মোনাফেকি না করলে আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের : মুফতী ফয়জুল করীম


শেখ আশরাফুল ইসলাম     28 June, 2025     05:26 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, আজকে যারা এখানে আসছেন, তারা যদি কেউ মোনাফেকি না করেন, তবে আগামীর বাংলাদেশে হবে ইসলামপন্থীদের। আমি লক্ষ্য জনতার সামানে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতায় আসবে ইসলাম। এতে কোনো সন্দেহ নাই। 

শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে বক্তৃতার সময় তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন,  ইসলাম বিজয় হলে সকলের অধিকার প্রতিষ্ঠা হবে। 

তিনি বলেন, ঐক্যবদ্ধ হোন। মোনাফেকি করবেন না। এটা আমার ম্যাসেজ থাকবে। যদি ঐক্যবদ্ধভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে; আমি ক্ষমতা যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। কুরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই। যদি এই নীতি-আদর্শ গ্রহণ করেন। ইনশা-আল্লাহ সেই দিন আসন্ন ওই সংসদের মধ্যে কালেমার কথা হবে, কুরআনের কথা হবে, লা-ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে। গোটা দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

তিনি আরও বলেন, ইসলাম ক্ষমতায় আসলে প্রত্যেক মা-বোনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। ইসলাম ক্ষমতায় আসলে আগামী ৫ বছরের মধ্যে সব দরিদ্ররা দারিদ্রসীমার উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতায় আসলে টাকা পাচার হবে না। জুলুম, দূর্নীতি ও অত্যাচার থাকবে না। মানুষ আর খুন হবে না, গুম হবে না। 

এসময় তিনি সমাবেশে আগত একটি বাস এক্সিডেন্ট করে হতাহতের ঘটনায় সমবেদনা জানান।