| |
               

মূল পাতা আন্তর্জাতিক ১২ দিনের যুদ্ধে ৩৮ শিশুসহ ৯৩৫ জনকে হারিয়েছে ইরান


১২ দিনের যুদ্ধে ৩৮ শিশুসহ ৯৩৫ জনকে হারিয়েছে ইরান


আন্তর্জাতিক ডেস্ক     01 July, 2025     12:35 PM    


ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ৯৩৫ জনকে হারিয়েছে ইরান।  নিহতদের মধ্যে ৩৮ জন শিশু।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় এক সপ্তাহ পর এ তথ্য প্রকাশ করল ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে এএফপি ও বাসস।

ইসরাইলের বিরুদ্ধে আমাদের দেশের ওপর পরিচালিত ১২ দিনের যুদ্ধে এখন পর্যন্ত ৯৩৫ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর।

তিনি আরও জানান, তেহরানের এভিন কারাগারে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে কয়েদি, তাদের দর্শনার্থী আত্মীয় এবং প্রশাসনিক কর্মচারীরা ছিলেন।

গত ১৩ জুন হঠাৎ করে ইরানের বিরুদ্ধে ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরাইল। এতে দেশটির শীর্ষ একাধিক সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। হামলায় ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ছাড়াও আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়।

ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন এর মাধ্যমে ইসরাইল পাল্টা হামলা করে। ইরানের হামলায় তেল আবিব, হাইফাসহ বিভিন্ন প্রধান শহর ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দাবি করা হয়, এসব হামলায় ২৮ জন নিহত হয়েছে।

পাল্টাপাল্টি হামলার ১২দিন পর উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। গত ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।