| |
               

মূল পাতা সারাদেশ জেলা ভারি বর্ষণে তলিয়েছে ফেনী শহর; ভেঙ্গে পড়েছে যোগাযোগব্যবস্থা


ভারি বর্ষণে তলিয়েছে ফেনী শহর; ভেঙ্গে পড়েছে যোগাযোগব্যবস্থা


রহমত নিউজ     08 July, 2025     07:27 PM    


ভারি বর্ষণে জলাবদ্ধতা ও নদী ভাঙনে ভেঙে পড়েছে ফেনীর যোগাযোগ ব্যবস্থা। শহরের বিভিন্ন সড়কে কোমর পানি জমে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। ইতোমধ্যে ঘোষণা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

সোমবার (৭ জুলাই) সকাল ৯টা হতে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায়য় জেলায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। 

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে জেলায় ভারী বর্ষণ শুরু হয়। বৃষ্টির পানিতে শহরের বিভিন্ন জায়গা কোমর পানিতে তলিয়ে গেছে। গ্রামগঞ্জের রাস্তাঘাট পানিতে তলিয়ে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠান বাড়ি এলাকা, নাজির রোড, পেট্রো বাংলাসহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এসব এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। অতিরিক্ত পানির চাপে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম ফেনী ফেনী সদর