| |
               

মূল পাতা জাতীয় আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর কবর যিয়ারত করলেন ধর্ম উপদেষ্টা 


আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর কবর যিয়ারত করলেন ধর্ম উপদেষ্টা 


রহমত নিউজ     12 July, 2025     09:41 PM    


আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী (রহ.) এর কবর যিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (১২ জুলাই) বিকেলে কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ায় আসেন তিনি। এ সময় মাদরাসার ছাত্র-শিক্ষক ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বাগত জানায় ধর্ম উপদেষ্টাকে।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর কবর যিয়ারত শেষে মাদরাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন ড. আ ফ ম খালিদ হোসাইন।

মাগরিবের নামাজের পর মাদরাসা মসজিদে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা। এ সময় সকল ছাত্রদেরকে আগামীতে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের লক্ষ্যে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বয়ান শেষে ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

এ সময় উপস্থিত ছিলেন, খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমীর মাওলানা শেখ আজিম উদ্দিন ও মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো. রুকুনুজ্জামান রোকন, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন, মুফতী আবুল হাসান কাসেমী প্রমুখ।