রহমত নিউজ 21 July, 2025 05:16 PM
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে অগ্নি দগ্ধ হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় দলের আমীর মাওলানা হাবিবুল্লাহ নিয়াজী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী শোক প্রকাশ করেন।
নেতৃদ্বয় এই হৃদয়বিদারক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, অপ্রত্যাশিতভাবে অগ্নিদগ্ধ হয়ে যারা মারা যান আল্লাহ তা'আলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে থাকেন। অগ্নিদগ্ধদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
নেতৃদ্বয় আরও বলেন, এটা কি কোন নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। খেলাফত আন্দোলন নেতৃবৃন্দ নিহতদের শাহাদাত কামনা করেন এবং অগ্নিগ্ধ হয়ে আহতদের সুস্থতা কামনা করে নেক দোয়া করেন। হতাহতদের শোকাহত পরিবারের সাথে সমবেদনা প্রকাশ করেন। আল্লাহ তাআলা সকলকে অপমৃত্যু থেকে হেফাজত করুন।