| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ায় বিশেষ দোয়া অনুষ্ঠিত


বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ায় বিশেষ দোয়া অনুষ্ঠিত


রহমত নিউজ     22 July, 2025     02:27 PM    


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচরে।

মঙ্গলবার (২২ জুলাই) জোহরের নামাজের পর জামিয়া নূরিয়ার হাফেজ্জী হুজুর (রহ.) জামে মসজিদে বিশেষ এই দোয়া অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার সকল ছাত্র ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ সময়, নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। 

উল্লেখ্য; রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।

 

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা