| |
               

মূল পাতা রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না এলে ফের ফ্যাসিবাদের উত্থান ঘটবে: নজরুল ইসলাম খান


গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না এলে ফের ফ্যাসিবাদের উত্থান ঘটবে: নজরুল ইসলাম খান


রহমত নিউজ     02 August, 2025     09:02 PM    


বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে আবারও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষকে সচেতন থাকতে হবে।

শনিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ‘ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা’য় তিনি এ কথা বলেন।

নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, এখনও অনেক জায়গায় আওয়ামী পক্ষের লোক রয়ে গেছে।

নানা ইস্যুতে অন্য দলগুলোর সঙ্গে সম্প্রতি বিএনপির দূরত্ব তৈরি হয়েছে কিনা, সে বিষয়ে কথা বলেন তিনি। 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দলগুলোর মধ্যে দূরত্ব থাকবেই, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য।