| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব পরিবেশ রক্ষায় আফগানিস্তানে ১০ মিলিয়ন ডলারের বৈদ্যুতিক রিকশা ও মোটরসাইকেল কারখানা উদ্বোধন


পরিবেশ রক্ষায় আফগানিস্তানে ১০ মিলিয়ন ডলারের বৈদ্যুতিক রিকশা ও মোটরসাইকেল কারখানা উদ্বোধন


শেখ আশরাফুল ইসলাম     14 September, 2025     11:58 AM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যে ১ কোটি (১০ মিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগে বৈদ্যুতিক রিকশা ও মোটরসাইকেল তৈরির একটি কারখানা চালু হয়েছে। 

কারখানাটির সেলস এক্সিকিউটিভ গোল মুহাম্মাদ আহরারি উদ্বোধনী অনুষ্ঠানে জানান, এই প্রতিষ্ঠানটি ইলেকট্রিক রিকশা ও মোটরসাইকেল তৈরি ও সংযোজনের জন্য স্থাপন করা হয়েছে। বর্তমানে এই কারখানায় ১০০ জন কর্মী কাজ করছেন। প্রতিদিন এখানে বিভিন্ন ধরনের রিকশা ও মোটরসাইকেল জোড়া লাগানো হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির স্বাধীন সংবাদ সংস্থা পাজক আফগান নিউজের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

উদ্বোধনী ওই অনুষ্ঠানে গোল মুহাম্মাদ আহরারি আরও জানান, তাদের মূল লক্ষ্য হচ্ছে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়িয়ে পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখা।

এদিকে শিল্প ও খনি চেম্বারের প্রধান নাসির আমিন জানান, হেরাত ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এবং আগের বছরের তুলনায় রপ্তানিও বেড়েছে। সরকারের সহায়তা দেশের শিল্প খাতকে এগিয়ে নিতে ব্যাপক উৎসাহ জুগিয়েছে।

অন্যদিকে, পরিবেশ সুরক্ষা বিভাগের প্রধান মৌলভি আবদুল আলী মুত্তাকি সব শিল্প উদ্যোক্তাদের আহ্বান জানান, যেন শিল্পোন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়।

তিনি বলেন, ইলেকট্রিক রিকশা উৎপাদন জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার জন্য একটি মূল্যবান পদক্ষেপ।

সূত্র : পাজক আফগান নিউজ