| |
               

মূল পাতা সারাদেশ জেলা বাবার কাছে পড়েই হাফেজ হলো ছোট্ট শিশু রায়হান


বাবার কাছে পড়েই হাফেজ হলো ছোট্ট শিশু রায়হান


রহমত নিউজ     17 September, 2025     12:03 PM    


বাবার কাছে সবক শুনিয়ে শুনিয়েই হিফজ সম্পন্ন করেছে আবু রায়হান। কুমিল্লার চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামে এই মেধাবী বালকের বাড়ি। বাবার নাম হাফেজ দেলোয়ার হুসাইন।

আবু রায়হানের বাবা কুমিল্লা শহরের বজ্রপুরে অবস্থিত মিফতাহুল জান্নাহ ইসলামিক একাডেমি নামের একটি মাদরাসার পরিচালক। এখানে থেকেই সে বাবার কাছে নুরানী পড়া শুরু করে এবং পবিত্র কোরআন মুখস্থও সম্পন্ন করল।

হাফেজ আবু রায়হানের চাচা হাফেজ মাওলানা সোলাইমান সাদী বলেন, আবু রায়হান খুব মেধাবী ও ভদ্র। সে মাদরাসায় থাকলেও তার বাবার কাছেই শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে।

বাবার কাছ থেকে আবু রায়হান হিফজ সম্পন্ন করায় পরিবারের সবাই খুবই আনন্দিত। সে যেন বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে চাচা সোলাইমান সাদী এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য; আবু রায়হানের এমন অর্জনের পর গত রোববার (১৪ সেপ্টেম্বরে) স্থানীয় আলেমদের উপস্থিতিতে তাকে সম্মাননা পাগড়ি প্রদান করা হয়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কুমিল্লা কুমিল্লা সদর