| |
               

মূল পাতা সারাদেশ মাত্র ৬ মাসে হাফেজ হলেন ৯ বছর বয়সী মুহাম্মাদ হাসান


মাত্র ৬ মাসে হাফেজ হলেন ৯ বছর বয়সী মুহাম্মাদ হাসান


রহমত নিউজ     03 November, 2025     01:03 PM    


শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের নয় বছর বয়সী শিশু মুহাম্মাদ হাসান অসাধারণ এক কৃতিত্বের নজির গড়েছেন। মাত্র ছয় মাস আট দিনে পুরো পবিত্র কুরআন মুখস্থ করে তিনি সবাইকে বিস্মিত ও গর্বিত করেছেন।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় তাহসিনুল কুরআন কওমি মাদরাসায় তার হিফজুল কুরআনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এই সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

হাসানের বাবা শওকত হাওলাদার জানান, ছোটবেলা থেকেই তিনি তার ছেলেকে নামাজ ও কোরআনের পথে রাখতে চেয়েছিলেন। আল্লাহর বিশেষ কৃপায় হাসান এত অল্প বয়সে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছে, যা তার জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্ত।

তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ আবদুস সাত্তার বলেন, হাসান অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং কোরআনের প্রতি গভীর ভালোবাসার জন্যই সে এত দ্রুত হিফজ সম্পন্ন করতে পেরেছে। এটি আল্লাহর এক বিশেষ দান।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা শরীয়তপুর নড়িয়া