| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‎মাওলানা নূরুল হুদা ফয়েজীর ইন্তেকালে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের শোক প্রকাশ


‎মাওলানা নূরুল হুদা ফয়েজীর ইন্তেকালে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের শোক প্রকাশ


রহমত নিউজ     12 November, 2025     10:57 AM    


‎জাতীয় কুরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,  জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজীর ইন্তেকালে শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের আমীর মাওলানা মাহবুবুর রহমান। মঙ্গলবার (১১ নভেম্বর) আসরের নামাজের আগে ঝালকাঠির নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। 

বুধবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মাওলানা মাহবুবুর রহমান বলেন, মাওলানা নূরুল হুদা ফয়েজী ছিলেন অত্যন্ত কর্মবীর ও বহুধা প্রতিভার অধিকারী একজন আদর্শ ব্যক্তিত্ব।  তার ইন্তিকালে জাতি একজন অভিভাককে হারালো। যে শূন্যতা সহজেই পূরণ হওয়ার নয়। 

‎মাওলানা মাহবুবুর রহমান মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দেশবাসীর কাছে মাওলানা নূরুল হুদা ফয়েজীর মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।