| |
               

মূল পাতা জাতীয় নারীদের আলেমা বানাতে পারলে সমাজ-রাষ্ট্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে :  ধর্ম উপদেষ্টা


নারীদের আলেমা বানাতে পারলে সমাজ-রাষ্ট্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে :  ধর্ম উপদেষ্টা


রহমত নিউজ     19 November, 2025     02:16 PM    


নারীদের আলেমা বানাতে পারলে সমাজ-রাষ্ট্রে তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন  অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

তিনি বলেন, আমাদের এগিয়ে যেতে হলে মা-বোনদের সঙ্গে নিয়ে যেতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা যদি আমাদের মা-বোনদের, কন্যাদের কোরআনের আলো দিতে পারি, হাফেজা-আলেমা-মুহাদ্দিসা কিংবা স্কলার বানাতে পারি; তাহলে তারা সমাজ, রাষ্ট্রের সব জায়গায় সর্বস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। 

তিনি আরও বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত আয়েশা (রা.), হজরত খাদিজা (রা.)-কে নিয়ে এবং অন্যান্য সাহাবিয়াত যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন তাদের সঙ্গে নিয়ে সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও আমরা আমাদের মা-বোনদের দেখেছি। 

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা যে ইসলামী আদর্শের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি, এটা পূরণের ক্ষেত্রে নিবরাস মাদরাসা মাইলফলক হিসেবে কাজ করবে।অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি; ভেদাভেদ আর নয়। আমাদের একে অপরের হাত ধরে সামনের দিকে এগোতে হবে। আমরা মানুষকে সম্মান করতে শিখি। আমি যদি অন্যকে সম্মান না করি তার কাছ থেকে আমি সম্মান আশা করতে পারি না। আমি যদি ঢিল ছুরি, পাটকেল খাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে।

মতপার্থক্যের কথা উল্লেখ করে আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, থাকুক না। যুগে যুগে ছিল। কিন্তু আমাদের বিভেদ একটি জায়গায় গিয়ে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, সেটি হলো কালেমা তাইয়েবা। 

তিনি বলেন, এই জুলাই বিপ্লব পরবর্তী সরকার জাতির জন্য সুযোগ এনে দিয়েছে, হাতে হাত ধরার, বুকে বুক মেলানোর। এই সুযোগ যদি হাতছাড়া করি আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে।