| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব যুদ্ধবিরতির মধ্যেও গাজ্জায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরাইল; শিশুসহ শহীদ আরও ৮


যুদ্ধবিরতির মধ্যেও গাজ্জায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরাইল; শিশুসহ শহীদ আরও ৮


মুসলিম বিশ্ব ডেস্ক     12 March, 2025     04:05 PM    


যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রষ্ট্র ইসরাইলি হামলায় আরও আটজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তাদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

বুধবার (১২ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজ্জায় ইসরাইলের হামলা জোরদার হয়েছে এবং এতে এক শিশুসহ অন্তত আটজন শহীদ হয়েছেন। এছাড়া জাতিসংঘ এবং অন্যান্য ত্রাণ গোষ্ঠী গাজায় প্রবেশকারী সমস্ত ত্রাণের ওপর ইসরাইলি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ এবংইসরাইলের প্রতিনিধিরা গাজ্জায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছানোর সাথে সাথে হামাস “নতুন দফায় আলোচনা” শুরু করার ঘোষণা দিয়েছে।

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার গাজ্জা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নতুন হামলায় কমপক্ষে সাতজন ফিলিস্তিনি শহীদ এবং আরও অনেকে আহত হয়েছেন। গাজ্জা শহরের পূর্বে বেসামরিক লোকজনের ভিড়কে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে চিকিৎসকরা আনাদোলুকে জানিয়েছেন।