| |
               

মূল পাতা আন্তর্জাতিক স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স; কয়েক মাসের মধ্যেই সিদ্ধান্ত


স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স; কয়েক মাসের মধ্যেই সিদ্ধান্ত


আন্তর্জাতিক ডেস্ক     10 April, 2025     12:18 PM    


ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় বর্বর হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। ঠিক এমন সময়েই আশাজাগানিয়া এক খবর জানালো ফ্রান্স।  তারা জানিয়েছে, স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য তারা প্রস্তুত।

ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রো জানান,  আগামী কয়েক মাসের মধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।

বুধবার (৯ এপ্রিল) দেশটির একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটা জানান।

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে আগামী জুনে সৌদি আরবে অনুষ্ঠেয় জাতিসংঘের সম্মেলনেই সিদ্ধান্তটি চূড়ান্ত করতে চায় প্যারিস। যেখানে দেশটি কো-চেয়ার হিসেবে দায়িত্বে থাকবে।

ইউরোপের দেশ, ফ্রান্স স্বীকৃতি দিলে ফিলিস্তিনের সংকট সমাধানে তা ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৪৬টিই। ইউরোপে এর মধ্যে উল্লেখযোগ্য স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া।