| |
               

মূল পাতা সারাদেশ জেলা ১৫ নভেম্বর খতমে নবুওয়তের মহাসম্মেলন সফল করতে কেরানীগঞ্জে সমাবেশ


১৫ নভেম্বর খতমে নবুওয়তের মহাসম্মেলন সফল করতে কেরানীগঞ্জে সমাবেশ


রহমত নিউজ     08 November, 2025     11:44 AM    


কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসম্মেলন সফল করার লক্ষে কেরানীগঞ্জে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বাদ জুম’আ কেরানীগঞ্জের গোলচত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুওয়াত ঢাকা ৪ নং জোনের সভাপতি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

তিনি তার বক্তব্যে অবিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি জানান। একই সাথে আহ্বান জানান আগামী ১৫ নভেম্বর সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মহাসম্মেলন সফলের।

মাওলানা শেখ ফরিদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মাওলানা নুরুল হক, মাওলানা ফজলুল বারী, মুফতী তাহের আব্দুল হালিম, মুফতী মীর শামসুদ্দীন বড়াইলী, মুফতী নুরুর রহমান, মুফতী ইমদাদুল্লাহ নাজিরী, মুফতী আব্দুর রহমান সানী,  মাওলানা আবুল কালাম, মুফতী আব্দুর রহমান মিয়াজী, মাওলানা রেজাউল করিম শায়েস্তাবাদী, মুফতী মুনিরুল ইসলাম শরিয়তপুরী, মুফতী মাসউদুর রহমান, মুফতী রফিকুল ইসলাম, মুফতী হাসনাইন, মুফতী হুসাইন আহমদ, মুফতী মাহমুদুল হাসান, মুফতী রাহাত হুসাইন, মুফতী নোমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রুহুল আমিন, মুফতী মাসুম বিল্লাহ শিবলী, মুফতী মুস্তফা, মাওলানা শাহিন, মাওলানা ওয়ালি উল্লাহ, ক্বারী মুফতী ছিদ্দিকুর রহমান।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা কেরাণীগঞ্জ