| |
               

মূল পাতা রাজনীতি ওয়াকফ বিল বাতিলে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের


ওয়াকফ বিল বাতিলে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের


রহমত নিউজ     14 April, 2025     07:48 PM    


সম্প্রতি ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত “ওয়াকফ বিল-২০২৫” বাতিল ও ভারতজুড়ে মুসলিমদের বিরুদ্ধে অব্যাহত ব্যাপক নির্যাতন এবং বৈষম্যের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।আগামী ২৩ এপ্রিল (বুধবার) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু করে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে যাবে গণমিছিলটি। পরে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি প্রদান করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি  ভারতীয় দূতাবাস অভিমুখে ২৩ এপ্রিলের গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশের সকল মুসলমান ও তার সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। 

কর্মসূচি বাস্তবায়নে সোমবার (১৩ এপ্রিল) বৈঠক করে বাংলাদেশ খেলাফত মজলিস। বৈঠকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মুহাম্মাদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, সভাপতি পরিষদ সদস্য মুহাম্মদ মাহদী হাসান, যুব মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান প্রমুখ।