মূল পাতা মুসলিম বিশ্ব পেহেলগাম ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত পাকিস্তান : রানা সানাউল্লাহ
শেখ আশরাফুল ইসলাম 02 May, 2025 03:03 PM
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, কাশ্মিরের পেহেলগামের সেই ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত আছে পাকিস্তান।
শুক্রবার (২ মে) এআরওয়াই নিউজের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি সতর্ক করে বলেন, ভারতের আচরণ এই অঞ্চলকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।
রানা সানাউল্লাহ আরও বলেন, আমরা পহেলগাম ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত। পাকিস্তান এই বিষয়ে যৌথ তদন্ত এমনকি তৃতীয় পক্ষের বিশেষ বিশেষজ্ঞের নেতৃত্বে তদন্তও গ্রহণ করবে।
তিনি হামলার বিষয়ে ভারতের প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলে বলেন, ভারতের প্রতিবেদনটি সন্দেহজনক এবং অসঙ্গত। পেহেলগামের এই ঘটনা কারা ঘটিয়েছে, সেই ব্যাপারে সত্যটা উন্মোচিত হোক, তবেই সব পরিষ্কার হবে।
তিনি বলেন, পাকিস্তান কোনও আগ্রাসন শুরু করবে না, তবে যদি উস্কানি দেওয়া হয়, তবে আমরা ব্যাপকভাবে এটার মোকাবিলা করব।