রহমত নিউজ 02 May, 2025 03:16 PM
“তাওবা; ফিরে আসুন রবের পথে” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১মে) দুপুরে রাজধানীর লালবাগ কাচ্চি ডিলাক্স রেস্টুরেন্টে বইটির সম্পাদক মুফতী আ ফ ম আকরাম হুসাইনের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
বইটির মূল লেখক পাকিস্তানের খ্যাতিমান আলেম মাওলানা যুলফিকার আহমাদ নক্বশবন্দী। অনুবাদ করেছেন, হযরত আমেনা (রাযি.) মহিলা মাদরাসার প্রধান শিক্ষিকা হাফেজা আলেমা আবিদা সুলতানা তামান্না। সম্পাদনা করেছেন, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতী আ ফ ম আকরাম হুসাইন।
হযরত আমেনা (রাযি.) মহিলা মাদরাসার মুহতামিম, বইটির প্রকাশক ও অনুবাদিকার জীবনসঙ্গী মুফতী কাউসার আহমদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মোড়ক উন্মোচন অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দূ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও অধ্যাপক ড. মুফতী মুহাম্মদ গোলাম রববানী। মোড়ক উন্মোচন করেছেন, সাহিত্যিক ও লেখক-গবেষক মাওলানা রুহুল আমীন (সাইমুম সাদী)।
ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতী আফজাল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাওলানা নক্বশবন্দী ও বই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, দৈনিক প্রথম আলোর ইসলামবিষয়ক লেখক শাঈখ মুফতী মুহাম্মদ উসমান গণী, দৈনিক যুগান্তরের ইসলামী প্রশ্নোত্তরদাতা মুফতী ইমরানুল বারী সিরাজী, রেডিও একাত্তরের ইসলামিক আরজে মাওলানা মামুন চৌধুরী, আজিমপুর ছাপড়া মসজিদের ইমাম ও জামিয়া আরাবিয়া রবিউল উলূম ঢাকার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতী ফয়জুল্লাহ বিন মুখতার, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদ, হযরত আয়েশা সিদ্দীকা মহিলা মাদরাসার প্রিন্সিপাল মুফতী সাইফুল্লাহ নোমানী, মারকাযুদ্দীন ঢাকার প্রিন্সিপাল, প্রখ্যাত ওয়ায়েজ মুফতী আমানুল্লাহ বসন্তপুরী, আনওয়ারুল কুরআন ঢাকার মুহতামিম মুফতী ইসমাঈল হাবীবী, নিদাউল কুরআন ওয়াস সুন্নাহ ফাউণ্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা ক্বারী শহীদুল ইসলাম, ইবনে সিনা লালবাগের ইমাম মাওলানা ইরফান বিন রফীক প্রমুখ।