মূল পাতা মুসলিম বিশ্ব মোদি তার জ্ঞান হারিয়ে ফেলেছেন : মুফতী তারিক মাসউদ
শেখ আশরাফুল ইসলাম 05 May, 2025 01:49 PM
পাকিস্তানের জনপ্রিয় আলেম মুফতী তারিক মাসউদ বলেছেন, পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে মোদি যুদ্ধের হুমকি দিচ্ছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। মোদি তার জ্ঞান হারিয়ে ফেলেছেন, এবং আমরা সবাই মিলে সেটা ঠিক করে দেব।
তিনি জোর দিয়ে বলেন, পেহেলগামের ঘটনায় পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি ভারতের জনগণেরও নয়, বরং মোদী সরকারের।
রোববার (৪ মে) করাচি থেকে আগত আলেমদের একটি প্রতিনিধি দলের সাথে ওয়াঘা সীমান্ত পরিদর্শনের সময় মুফতী তারিক মাসউদ গণমাধ্যমকে এসব বলেন।
মুফতী তারিক মাসউদ বলেন, পহেলগামের ঘটনায় নিরীহ মানুষ নিহত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
পাকিস্তান সেনাবাহিনীর প্রতি পূর্ণ সমর্থ জানিয়ে তিনি বলেন, আমি করাচি থেকে ওয়াঘা সীমান্তে এসেছি। আমি করাচি থেকে এসেছি এবং আমি দৃঢ়ভাবে পাকিস্তান সেনাবাহিনীর সাথে আছি। আমরা যুদ্ধ চাই না, তবে মোদি যদি এর জন্য এত আগ্রহী হন, তবে তিনি চেষ্টা করে দেখতে পারেন।
তিনি আরও বলেন, পাকিস্তান-ভারতের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে, এটি নিরসনে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা করা উচিত।
সূত্র : এআরওয়াই নিউজ