| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪ পর্যটক


ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪ পর্যটক


আন্তর্জাতিক ডেস্ক     08 May, 2025     02:07 PM    


ভারতে উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীর কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত চার জন পর্যটক নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন পর্যটক প্রাণ হারিয়েছেন। হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজন মারা গেছেন এবং দুইজন আহত হয়েছেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই প্রসঙ্গে জানান, তিনি প্রশাসনকে আহতদের সর্বাত্মক সহায়তা দিতে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন। 

জানা গেছে, হেলিকপ্টারটি দেহরাদুন থেকে যাত্রীদের নিয়ে হরশিল হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করেছিল। সেখান থেকে প্রায় ৩০ কিলোমিটার সড়কপথে গঙ্গনানির দিকে যাওয়ার কথা ছিল পর্যটকদের।