রহমত নিউজ 16 May, 2025 12:24 PM
সিলেটে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মুহতামিম সম্মেলন এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টায় নগরীর গ্র্যান্ড ইমারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সিলেট জেলা বেফাকের উদ্যোগে মুহতামি সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর দরগাহ গেইটস্থ সুলেমান হলে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
সম্মেলনে কওমী মাদরাসার শিক্ষা বিস্তারে বেফাকের অবদান ও সিলেট জেলায় বেফাকের কার্যক্রমকে গতিশীল ও জোরদার করার বিষয়ে বক্তারা মতবিনিময় করেন।
শিক্ষার মানোন্নয়ন, বেফাকের কার্যক্রম জোরদার করণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বেফাক সিলেট জেলার পক্ষ থেকে কেন্দ্রের কাছে জরুরি প্রস্তাবনা পেশ করা হয়।
বেফাকের সহসভাপতি ও সিলেট জেলা সভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি চহিলেন বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।
সিলেট জেলা বেফাকের সাধারণ সম্পাদক মুফতী আবুল হাসান জকিগঞ্জীর পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন বেফাকের উপদেষ্টা হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ, হাফিজ মাওলানা মুফতী ওলিউর রহমান, সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল গাফফার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বেফাকভুক্ত সকল মাদরাসার মুহতামিমগণ।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: