| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন: খেলাফত ছাত্র আন্দোলন


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন: খেলাফত ছাত্র আন্দোলন


রহমত নিউজ     17 May, 2025     02:04 PM    


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আবাসন সংকট, বাজেট বৈষম্য এবং দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যায়িত করে তাদের দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন। একইসঙ্গে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ এ দাবি করেন।

বিবৃতিতে নেতারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন সমস্যায় ভুগছে, যা তাদের স্বাভাবিক শিক্ষাজীবনকে ব্যাহত করছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে কাটছাঁট এবং কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের এই দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক এবং তাদের মৌলিক অধিকারের অংশ। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ধরনের মৌলিক অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে বাধ্য হওয়া অত্যন্ত লজ্জাজনক। আমরা শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরও বলেন, "শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। যারা শিক্ষার্থীদের ওপর এমন বর্বর হামলা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।"

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন আশা প্রকাশ করে, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে একটি শান্তিপূর্ণ সমাধান করবে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন স্বাভাবিক করতে সহায়তা করবে; যোগ করেন নেতৃবৃন্দ।