রহমত নিউজ 16 May, 2025 02:09 PM
আদালতের রায়ে চেয়ারম্যানে হয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।
বুধবার (১৪ মে) বিকেলে শতাধিক মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা নিয়ে তিনি নিজ এলাকায় ফিরে আসেন।
এসময় দলীয় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সোনাইমুড়ী উপজেলা ও বারগাঁও ইউনিয়নের প্রতিটি সড়কপথ। শোভাযাত্রা শেষে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করেন মাওলানা সাইয়েদ আহমদ।
জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি মাওলানা সাইয়েদ আহমদ সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নে চশমা প্রতীকে নির্বাচন করে কেন্দ্রের ঘোষিত ফলাফলে জয় লাভ করেন। কিন্তু উপজেলাতে ফলাফল সিট ঘষা-মাজা করে তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সামছুল আলমকে চেয়ারম্যান ঘোষণা করেন। দীর্ঘ সাড়ে তিন বছর পর বুধবার (১৪ মে) দুপুরে নোয়াখালী জেলা দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ দেওয়ান মনিরুজ্জামান মাওলানা সাইয়েদ আহমদকে ৪৬৬ ভোটে বিজয়ী ঘোষণা করেন।