| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব এবার বিচারিক পদক্ষেপের ঊর্ধ্বে উঠতে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান


এবার বিচারিক পদক্ষেপের ঊর্ধ্বে উঠতে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান


রহমত নিউজ     10 November, 2025     12:22 PM    


পাকিস্তান সেনাপ্রধানদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াকে সীমিত বা অকার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপের ফলে সামরিক কর্মকর্তাদের জবাবদিহি ও আইনি দায়বদ্ধতা নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সামরিক নেতৃত্বকে বিচারের উর্ধ্বে রাখতে ২৭ তম সাংবিধানিক সংশোধনীতে একটি ধারা অন্তর্ভুক্ত করে দেশটির সরকার।

২৭তম সংবিধান সংশোধনীর খসড়ায় বলা হয়, ফিল্ড মার্শাল, বিমান বাহিনীর মার্শাল ও নৌবহরের অ্যাডমিরালরা ২৪৮ অনুচ্ছেদের অধীনে প্রেসিডেন্সিয়াল আইনি পদক্ষেপ থেকে মুক্ত থাকবেন।

এতে আরো বলা হয়, সাংবিধানিক বা আইনি দায়িত্বের পরিপন্থী কাজ না করলে, ২৪৮ অনুচ্ছেদের অধীনে তাদের বিরুদ্ধে কোনো বিচারিক ব্যবস্থা নেওয়া যাবে না।

এটি উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। রাষ্ট্রপতিকে আইনি পদক্ষেপ থেকে সুরক্ষিত রাখবে। রাষ্ট্রপতিকে অপসারণের জন্য জাতীয় পরিষদ এবং সিনেটের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন প্রয়োজন হবে।

এছাড়াও বলা হয় যে, ২৪৮ অনুচ্ছেদের অর্থ হলো, সংসদীয় পদ্ধতি ছাড়া রাষ্ট্রপতি বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাধারণ আদালতে বিচার করা যাবে না।

প্রস্তাবিত খসড়াটিতেও এও বলা হয় যে, সংসদ ও সাংবিধানিক পদ্ধতির অনুমোদনের পরই আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হবে এবং অনুচ্ছেদ ২৪৮ অনুসারে, রাষ্ট্রপতি বা তার সমতুল্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের কেবল সংসদই অপসারণ করতে পারবেন। কোনো সাধারণ আদালত বা কোনো সরকারি সংস্থা তাদের অপসারণ করতে পারবে না।

সূত্র: এআরওয়াই নিউজ