| |
               

মূল পাতা আন্তর্জাতিক ক্ষুধার রাজ্যে পরিণত হয়েছে গাজ্জা; অনাহারে মৃত্যু ২৯ শিশুর


ক্ষুধার রাজ্যে পরিণত হয়েছে গাজ্জা; অনাহারে মৃত্যু ২৯ শিশুর


আন্তর্জাতিক ডেস্ক     24 May, 2025     11:25 AM    


ক্ষুধার রাজ্যে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজ্জা উপত্যকা। অনাহারে ইতোমধ্যে ২৯ জন শিশুর মৃত্যু হয়েছে। বিশ্বের প্রধান খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, আগামী বছরের মার্চের মধ্যে গাজায় প্রায় ৭১ হাজার শিশু অপুষ্টিতে ভুগতে পারে। পাশাপাশি প্রায় ১৭ হাজার গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরও চিকিৎসার দরকার হবে।

সর্বশেষ গত ২ মার্চ গাজ্জায় সব ধরনের খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। প্রায় ২০ লাখ ফিলিস্তিনির বসবাস এই অঞ্চলে। একের পর এক বিমান হামলা ও স্থল অভিযানের সঙ্গে চলছে এই অবরোধ।

এদিকে হামাস সদস্যরা ত্রাণ আত্মসাৎ করেছে বলে অভিযোগ তুলেছে ইসরাইল। তবে একনো পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারেনি দখলদার রাষ্ট্রটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে, হাসপাতালের খাবার কেন্দ্রে দেখা যায়, অপুষ্টিতে আক্রান্ত মায়েরা তাদের ক্ষুধার্ত সন্তানদের সান্ত্বনা দিচ্ছেন। কারও কারও পিঠের হাড় চামড়া নিচে ফুটে উঠেছে, পায়ের পেশি ফুলে গেছে।

জাতিসংঘের শিশু সংস্থার সদস্য টেস ইনগ্রাম বলেন, এরই মধ্যে গাজ্জায় শিশুরা অপুষ্টিতে মারা যেতে শুরু করেছে। যদি দ্রুত পুষ্টিকর খাবার না পৌঁছায়, তাহলে আরও অনেক শিশু প্রাণ হারাতে পারে। তাছাড়া, সামরিক নিয়মকানুন ও গাজার অভ্যন্তরে আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় সহায়তা ঠিকঠাক পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য; ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজ্জায় প্রায় ৫৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছের উপত্যকার প্রায় ৯০ শতাংশ বাসিন্দা। গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে নারী ও শিশুর পরিমাণই বেশি।

সূত্র : আল-জাজিরা, এএফপি, ইউএনবি