রহমত নিউজ 24 May, 2025 02:35 PM
ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুক্ষিগত করেছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
শনিবার (২৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলেছেন তিনি।
এসময় হাদি বলেন, ৭১ এ মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেমন কুক্ষিগত করেছে, এনসিপিও তেমন জুলাই কুক্ষিগত করেছে। আজ থেকে দশ মাস আগে যার সারা গায়ে আঘাতের চিহ্ন দেখেছি সেসব ছেলে-মেয়ে কীভাবে কোটি টাকার মালিক হতে পারে সে চিন্তায় আমাদেরও ঘুম আসে না। এখন কোটি টাকার মালিক।
তিনি আরও বলেন, রাজনীতি ৫ বছরের না, রাজনীতি ৫০ বছরের। কষ্ট করে বসে থাকলে এই বাংলাদেশ হতো আমাদের। তারা যে দুর্নীতি করেছে তারা সরকার পড়ে যাওয়ার পর যার যার সুবিধা জায়গায় চলে যাবে কিন্তু আমাদের যে জাহান্নমে ফেলে যাবে এর দায় ইতিহাসের কাছে দিতে হবে।
তিনি আরও বলে, জুলাইয়ের বৃহত্তর ঐক্য বিনষ্ট করেছে এনসিপি। তারা মন চাইলেই পোস্ট দেয়, আধাঘণ্টা পর ডিলিট দেয়, তিনঘণ্টা পর দুঃখ প্রকাশ করে। আমরা সমালোচনা করলে তাদের ভাই-বন্ধুরা আমাদের পেছনে লেগে যায়।
তিনি আরও বলেন, জুলাইকে কুক্ষিগত না করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মেই আমরা আ. লীগকে নিষিদ্ধ করতে পারতাম, জুলাই সনদ আদায় করতে পারতাম। কিন্তু তাদের বিভাজনের জন্য এখন তারা রাস্তায় দাড়ালে ১০০ লোকও পায় না।