| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক; যা জানালেন নেতারা


বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক; যা জানালেন নেতারা


রহমত নিউজ     25 May, 2025     09:51 AM    


বিএনপি এবং জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস।

শনিবার (২৪ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে দল দু’টোর সঙ্গে বৈঠক করেন। 

বৈঠক বিএনপি নেতারা বলেন, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে প্রথম থেকেই একটি সুস্পস্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে বিএনপি। সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে।

তরা বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যাক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ, এজন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচারপ্রক্রিয়া কোনভাবে অসম্পন্ন থেকে গেলে বিএনপি সরকারের দায়িত্বে যাওয়ার পর স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা পরিপূর্ণভাবে সম্পন্ন করবে।বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তবর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। যেকোন উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়দায়িত্ব তখন বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে।

 এদিকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর জামায়াতের আমীর বলেন, আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। এর মধ্যে একটা বিষয়, নির্বাচনটা কখন হবে? আপনি যে সময়সীমা দিয়েছেন, এর ভেতরেই জনগণের কোনো বড় ধরনের ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে নির্বাচনটা হওয়া দরকার। দুই নম্বর আমরা বলেছি, এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে।

তিনি বলেন, সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এখন করা সম্ভবও না। মাত্র পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন। এতটুকু নিষ্পত্তি করা দরকার সন্তোষজনকভাবে।