মূল পাতা আন্তর্জাতিক মহাকাশে নিয়ন্ত্রণ হারাল ইলন মাস্কের রকেট
আন্তর্জাতিক ডেস্ক 28 May, 2025 12:12 PM
বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মহাকাশভিত্তিক কোম্পানি স্পেসএযের আরও একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। মূলত উৎক্ষেপণের ৩০ মিনিট পরই নিয়ন্ত্রণ হারায় রকেটটি। একপর্যায়ে সেটি বিস্ফোরিত হয় এবং আকাশে তার ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
বুধবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বুধবার আমেরিকার টেক্সাস থেকে উৎক্ষেপণের ৩০ মিনিট পরই তাদের নবম স্টারশিপ পরীক্ষামূলক ফ্লাইটটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ছিটকে পড়ে এবং একপর্যায়ে এটি ‘বিস্ফোরিত’ হয়।
এ ব্যাপারে স্পেসএএক্সের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রকেটটিতে জ্বালানি লিক হওয়ার কারণে এটি মহাকাশে ঘুরপাক খেতে থাকে এবং নির্ধারিত সময়ের আগেই পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় ঢুকে পড়ে। পরে এটি দ্রুত ছিন্নভিন্ন হয়ে যায়।
স্পেসএক্স লিখেছে, এই ধরনের পরীক্ষায় সাফল্য আসে শেখা থেকে। আজকের অভিজ্ঞতা ভবিষ্যতে স্টারশিপের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়াতে সাহায্য করবে।
আল জাজিরা বলছে, ১২৩ মিটার বা ৪০৩ ফুট উঁচু এই রকেটটি ইতোপূর্বে যতবার উৎক্ষেপণ করা হয়েছিল, সে তুলনায় এবার তা অনেকটা বেশী পথ পাড়ি দিয়েছিল, কিন্তু শেষরক্ষা হয়নি। এর আগে, গত ৬ মার্চ আরেকটি স্টারশিপ রকেটও উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হয়েছিল।