| |
               

মূল পাতা আন্তর্জাতিক নিঃসন্দেহে গাজ্জায় যুদ্ধাপরাধ করেছে ইসরাইল : ম্যাথু মিলার


নিঃসন্দেহে গাজ্জায় যুদ্ধাপরাধ করেছে ইসরাইল : ম্যাথু মিলার


আন্তর্জাতিক ডেস্ক     03 June, 2025     07:31 PM    


ফিলিস্তিনের গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে বলে জানিয়েছে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাথু মিলার।

সোমবার (২ জুন) স্কাই নিউজের এক পডকাস্ট সাক্ষাৎকারে এ কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এই মুখপাত্র। ‘ট্রাম্প ১০০’ শীর্ষক পডকাস্ট সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

২০২৩ সাল থেকে বাইডেনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে মিলার দায়িত্ব পালন করেন। নিয়মিত ব্রিফিংয়ে তার কাজ ছিল ইউক্রেন থেকে শুরু করে গাজ্জাসহ বিভিন্ন বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত ব্যাখ্যা করা ও প্রশাসনের অবস্থান তুলে ধরা।

সাক্ষাৎকারে মিলার বলেন, ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে এট গণহত্যা নয়।

সরকারে থাকাকালে কেন এ কথা বলেননি—এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এই মুখপাত্র বলেন, দেখুন যখন আপনি মঞ্চে (সরকারি মুখপাত্র হিসেবে) থাকেন, তখন আপনি ব্যক্তিগত মতামত প্রকাশ করেন না। আপনি আমেরিকার সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন। সে সময় আমেরিকা সরকার এই সিদ্ধান্তে আসেনি যে ইসরাইল যুদ্ধাপরাধ করেছে। এখনও সে সিদ্ধান্তে আসেনি।