| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানালো ভারতের ইসলামী সংগঠনগুলো


ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানালো ভারতের ইসলামী সংগঠনগুলো


শেখ আশরাফুল ইসলাম     21 June, 2025     02:45 PM    


ইরানের উপর চালানো  ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চালানো হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় ইসলামী সংগঠনগুলো। একই সাথে এই হামলাকে একটি বেপরোয়া আগ্রাসন এবং আঞ্চলিক সংঘাতের সূত্রপাত বলেও অভিহিত করেছেন নেতৃবৃন্দ।

শনিবার (২১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম মুসলিম মিররের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানি বলেছে, আমেরিকার সমর্থনে ইসরাইলের প্রকাশ্য আগ্রাসন সমগ্র অঞ্চলকে যুদ্ধে নিপতিত করার মতো ঝুঁকিতে ফেলেছে। এই অঞ্চলের যেকোনো মুসলিম দেশ; যারা স্বনির্ভর হতে বা প্রতিরক্ষামূলক সক্ষমতা বিকাশের চেষ্টা করে তাদেরকে টার্গেট করা হয়। একদিকে আমেরিকা গাজ্জায় ইসরাইলের চালানো গণহত্যাকে সমর্থন করে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসনকে সমর্থন করে।

এসময় তিনি এই ক্রমবর্ধমান সংকটের মুখে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

একই রকম উদ্বেগ জানিয়েছেন জামাতে ইসলামী হিন্দের সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি। এক বিবৃতিতে তিনি বলেন, বিনা উস্কানিতে ইরানের সার্বভৌমত্বের উপর এই হামলা লজ্জাজনক। সংবেদনশীল পারমাণবিক স্থাপনা এবং আবাসিক অঞ্চলসহ একাধিক ইরানি স্থাপনায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইসরাইল।

তিনি বলেন, বেশ কয়েকজন শীর্ষ ইরানি সামরিক নেতা, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এই ধরনের বিপজ্জনক সামরিক উস্কানি একটি বিপর্যয়কর আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।জাতিসংঘকে অবিলম্বে হস্তক্ষেপ এবং ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বানও জানান তিনি।

ওয়াহদাতে ইসলামী হিন্দের আমির জিয়াউদ্দিন সিদ্দিকীও ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ইসরাইল নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডকে নিত্যদিনের রুটিনে পরিণত করেছে। এই হামলাকে ইরানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। ইরানের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। কেবল ইরানেই নয়, সিরিয়া, লেবানন এবং গাজ্জায় চালানো ইসরাইলি হামলাকেও দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে অভিহিত করেন তিনি। একই সাথে তিনি ইরান ও ইসরায়েল উভয় দেশেই ভারতীয় নাগরিক এবং শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানান।

ভারতের আরও একজন উল্লেখযোগ্য আলেম মুফতী শেখ আবুবকর আহমাদও পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিরতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত কেবল একটি আঞ্চলিক বিষয় নয় বরং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি। বিশেষ করে প্রতিবেশী দেশগুলির সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এগুলোকে উস্কানিমূলক এবং বিপজ্জনক বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু সরকারের আন্তর্জাতিক চুক্তি এবং মৌলিক মানবিক মূল্যবোধের প্রতি অব্যাহত অবজ্ঞা আধুনিক বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি।

সূত্র : মুসলিম মিরর ও সংগঠনগুলোর প্রকাশিত বিবৃতি