রহমত নিউজ 21 June, 2025 11:33 AM
মানুষ ও ইসলামের কল্যাণে যারা কাজ করবে, তাদেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ভোট আমাদের পবিত্র আমানত, মানুষের কল্যাণে ও ইসলামের কল্যাণে যারা কাজ করবে, আমরা তাকেই ভোট দেব। শেখ মুজিবুর রহমানের হত্যার পর জিয়াউর রহমান যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন তিনিই প্রথম সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছিলেন। তিনিই প্রথম আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস কথাটি দিয়েছিলেন।
শুক্রবার (২০ জুন) রাতে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় জেলার আলেম-ওলামা ও ইমামদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
ফ্যাসিবাদ কর্তৃক আলেমদের উপর নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গত সরকারের সময় আলেম-ওলামাদের কোনো সহায়তা করা হয়নি। কখনো সুযোগ হলে অবশ্যই আমরা আলেম-ওলামাদের জন্য কিছু করার চেষ্টা করব।
বিএনপি মহাসচিব বলেন, আমি ও আমার পরিবার সৎপথে থেকে চলতে চাই, শুধু রাজনীতি করতে গিয়ে আমাকে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে হয়েছে। যতটুকু কাজ করব তা যেন নিষ্ঠার সঙ্গে করতে পারি। রাজনৈতিক ব্যক্তি ছাড়া অন্য কেউ জনগণের দুঃখ-কষ্ট বুঝবে না।
এসময় ভারতের আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সীমান্তে গুলি করে হত্যা করা হচ্ছে, এমন ভয়াবহ অবস্থা থেকে আমরা বের হয়ে এসেছি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে আলোচনায় নির্বাচনের সময় নির্ধারণ হয়েছে। কিন্তু নির্বাচন হলেই সব কাজ শেষ হবে না। সরকার গঠনের পর সেই সরকার যেন সঠিকভাবে কাজ করে সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, যেহেতু আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে, হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, তাই বাংলাদেশ সরকারকে চাপে ফেলার জন্য সীমান্তে পুশ-ইন শুরু করেছে ভারত।