| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর হামলা; শহীদ অন্তত ৪৩


ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর হামলা; শহীদ অন্তত ৪৩


মুসলিম বিশ্ব     24 June, 2025     02:26 PM    


ত্রাণের অপেক্ষায় থাকা অন্তত ৪৩ জন ফিলিস্তিনির উপর নির্মমভাবে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে চলমান যুদ্ধের শুরু থেকে গাজ্জায় মোট মৃতের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে।

সোমবার (২৩ জুন) স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়। 

 

সোমবারের নিহতদের মধ্যে অন্তত ২০ জন ছিলেন যারা পরিবারের জন্য ত্রাণের খাবার আনতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান। এই হতাহতের ঘটনা ঘটে বিতর্কিত গাজ্জা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর খাদ্য বিতরণকেন্দ্রে। আমেরিকা ও ইসরাইল সমর্থিত এই সংস্থার বিরুদ্ধে ত্রাণকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করার অভিযোগ আগেই এনেছে জাতিসংঘ।

ক্ষুধার্ত মানুষ খাবারের আশায় জীবন ঝুঁকি নিয়ে এসব বিতরণকেন্দ্রে ভিড় করছেন। সমালোচকরা এসব স্থানকে মানব কসাইখানা আখ্যা দিয়েছেন।

গত ২৭ মে থেকে জিএইচএফ ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে এসব কেন্দ্রে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষ নিহত ও প্রায় ১ হাজার জন আহত হয়েছেন।

গাজ্জা শহর থেকে আল-জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, ইসরাইল একদিকে ইরানের সঙ্গে লড়াই করছে, অন্যদিকে পুরো গাজ্জায় অব্যাহত বিমান হামলা চালাচ্ছে। এসব হামলার লক্ষ্য কখনো ত্রিপলের তাঁবু, কখনো বাসাবাড়ি।