| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল সমগ্র বাংলাদেশে উলামায়ে দেওবন্দের ভূমিকা অবিস্মরণীয় : মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী


সমগ্র বাংলাদেশে উলামায়ে দেওবন্দের ভূমিকা অবিস্মরণীয় : মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী


রহমত নিউজ     29 June, 2025     12:50 PM    


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী বলেছেন, সুনামগঞ্জসহ পুরো বাংলাদেশে উলামায়ে দেওবন্দের ভূমিকা অবিস্মণীয়। বিশেষ করে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সিপাহসালার হোসাইন আহমদ মাদানী রহ.-এর মাধ্যমে এদেশের মানুষ সঠিক ঈমান ও ইসলাম পেয়েছে। সেই বীর সিপাহসালারদের অন্যতম একজন ছিলেন শায়খ আকবর আলী রহ.। তার রেখে যাওয়া স্মৃতি সংরক্ষণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উলামায়ে কেরামকে জনগণের খেদমতে সুচিন্তিতভাবে এগিয়ে আসতে হবে।

শনিবার (২৬ জুন) বেলা ২টায় শান্তিগঞ্জ ঝিলমিল অডিটরিয়ামে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত “শায়খ আকবর আলী রহ.-এর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্বে করেন উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ।

উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, মাওলানা মাহবুব সালমান ও হাফিজ আবু সাইদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির, যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ইকবাল বিন হাশিম, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয়নেতা ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ও মাওলানা হাফিজ আব্দুল গফফার।

মোনাজাত পরিচালনা করেন জাউয়া মাদরাসার মুহতামিম মুফতী আব্দুস সুবহান। আমন্ত্রিত অতিথি মাওলানা আব্দুল হান্নান গনেশপুরী, মাওলানা ইমদাদুল্লাহ শায়খে কাতিয়া, মাওলানা ঈসকন্দর আলী পার্বতীপুরী, মাওলানা ঈসহাক আলী জয়কলসী, মাওলানা বশির আহমদ গনিগঞ্জী, মাওলানা শামসুল ইসলাম ভুইগাও।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, মাওলানা হাফিজ আব্দুল গফফার, মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, মাওলানা নুরুল মুত্তাকিন, মাওলানা ইমদাদুল্লাহ পার্বতীপুর, মুফতি মুনাজির আহমদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আতিকুল হক প্রমুখ।