| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ড. মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক


ড. মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক


রহমত নিউজ     07 July, 2025     10:57 AM    


দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

রোববার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় দলের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানি, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, মরহুমা মাহমুদা বেগম ছিলেন একজন গর্বিত ও মহীয়সী মা। তিনি ছিলেন আদর্শ মানুষ গড়ার একজন নিপুন কারিগর। তাঁর ইন্তেকালে আমরা একজন গুণী মানুষকে হারিয়েছি। হারিয়েছি একজন মহান শিক্ষক এবং সংগ্রামী নারীকে ।

নেতৃবৃন্দ আরও বলেন, জনাব মাহমুদুর রহমানের মতো আপোষহীন একজন সাহসী বীর সৈনিক গঠনের পিছনে এই মায়ের যে ভূমিকা তা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মকাম নসীব করুন।