রহমত নিউজ 12 July, 2025 11:51 AM
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আর এই বিষয়টির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ-মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বিক্ষোভ মিছিলে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, গত ১৬ বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও খুনের বিচার নিশ্চিত করতে হবে। তা না করে আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য দরজা খুলে দেওয়ার মানে হলো অপরাধীদের দায়মুক্তি ও জনগণের প্রতি অবিচার। আমরা এটা হতে দেব না।
শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুুনুল হক বলেন, তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে মামুনুল হক বলেন, এই সিদ্ধান্ত থেকে সরকার অবিলম্বে সরে না এলে হেফাজতে ইসলাম সারাদেশে তীব্র আন্দোলনের ডাক দেবে। জাতিসংঘের তথাকথিত মানবাধিকার বাস্তবে ইসলাম ও মানবতার পরিপন্থি পশ্চিমা আদর্শের হাতিয়ার। খাল কেটে কুমির আনার অধিকার সরকারকে কেউ দেয়নি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব প্রমুখ।